নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বসন্তে তোমার হৃদয় রঞ্জিত হোক
শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার রঙে রঙে;তোমার স্বপ্নগুলি ,হোক
সেগুলি মিথ্যা অথবা কল্পনা ,সেগুলিই তোমার কাছে ধরা দিক সত্য হয়ে ।
তুমি স্বপ্ন দেখো নিজেকে নিয়ে,বাংলাদেশকে নিয়ে।
মার্চ । ইতিহাস তোমার কাছে আসবে বার বার ফিরে ফিরে
তুমি জানবে সত্য ইতিহাসটাকে, কেউ মিথ্যা বলবে ,তাদের বলতে দিও
জানতো বাংলা অক্ষরে মিথ্যার “ম” সত্যের “স” এর আগে আসে;
তাদের বলতে দিও ,কারণ তারা ভাবে অতীত হতে কোন মৃত ইতিহাসের পক্ষে সাফাই গাইবেনা ।
এই বসন্তে তুমি বুক ভরে শ্বাস নিও বাংলার মাঠে-ঘাটে , খোলা আকাশের নীচে
তুমি নিজেকে ভেবে নিও একজন মানুষরুপে যার শিরায় শিরায় বয়ে চলে
বাংলার সুখ ,শান্তি , সমৃদ্ধি । তুমি জেনে রেখো তুমি একদিন দাবী করবে শ্রেষ্ঠত্বের আসন
পৃথিবীর বুকে ।
মার্চ ,বার বার আসবে তোমার কাছে
তুমি দৃঢ়ভাবে ধরে থেকো বাংলার লাল সবুজের পতাকা ,
আজ তোমার সকল স্বপ্ন পাখা মেলে উড়ুক ওই আকাশে।
০২/০৩/২০১৭
ময়মনসিংহ
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৭ ভোর ৫:৫৯
পথে-ঘাটে বলেছেন: অগ্নিঝরা মার্চের চমৎকার কবিতা।