নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যগুলি কিভাবে যেন হারিয়ে যায় । ভয় তাড়া করে,
ভাবনাগুলি মনের চোরাবালি । যত আসে মনের দরজায় , নিরবে
বিধ্বস্ত করে মানবিক সত্ত্বাকে । আশার ঘরে বসতি আমাদের ,
ছনের ঘর, হতাশার দাবানলে পোড়ে ছাউনি।
ভয় তাড়া করে জীবনভর , কবে হবে পরিপূর্ণ জীবন ?
উত্তাল নদী ,খেপাটে ঝড় – মানুষটি নিজেকে হারিয়ে ফেলে , দুর্যোগের ঘনঘটায়।
০১/০২/২০১৭
ময়মনসিংহ
০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:৫৫
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১:০৫
ধ্রুবক আলো বলেছেন: সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন, একপারড় গড়ে, আরেক পাড় ভাঙে!!
০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:৫৬
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:০৮
সুমন কর বলেছেন: এই খেপাটে ঝড়ের জন্যই তো সব এলোমেলো......
ভালো লাগল।