নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা দাবী করছো ভাল কবিতা ; কবিতা না পড়েই ।
আজকাল ইট-পাথরের বনে কাকও দুঃষ্প্রাপ্য , তবে কবি পাওয়া যায় বলে শুনেছি
জানিনা কাক প্রসঙ্গে , কবিকে কেন টেনে আনা হলো , হয়তো কবিগণ বিবেকের
জঞ্জাল পরিস্কার করেন বলে ।
এই শহরে কাকের সংখ্যা ক্রমহ্রাসমান , যদিও পরিসংখ্যনগত কোন উপাত্ত নেই আমার কাছে
তাই শহুরে জঞ্জাল খেয়ে পরিস্কার করবে কেউ , এমন কাওকে পেলামনা এখানে।
একটি দাঁড়কাক বসেছিল একটি বৃক্ষশাখে
তাদের ভালোবাসার কোন বিনিময় মূল্য দাবী করেনি কেউ , - কাক অথবা বৃক্ষ।
তোমরা দাবী করছো ভাল কবিতা ; কবিতা না পড়েই ।
২৮/০২/২০১৭
০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৩৯
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ প্রিয়।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪
শিখণ্ডী বলেছেন: তোমরা দাবী করছো ভাল কবিতা ; কবিতা না পড়েই ।
চমৎকার!!!!!! খুব অল্প কথায় বর্তমান সময়ের চিত্র ফুটে উঠেছে। কবিতা ভাল লাগল।
০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৪০
সুদীপ কুমার বলেছেন: সতত ভালোবাসা।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫
অ্যালেন সাইফুল বলেছেন: তোমরা দাবী করছো ভাল কবিতা ; কবিতা না পড়েই
সুন্দর।
০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৪১
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ প্রিয় সাইফুল।
৪| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১:৫১
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: খাসা কথা! অনেকেই মনে করেন কবিতা মানেই কেবল ছন্দ মেলানো সোজা সোজা কিছু বাক্য। যেটা একবার পড়েই সাথে সাথে বুঝে যেতে হবে। কিন্তু সাহিত্যে যে অনেক কিছুই টুপ করে বুঝে ফেলা যায় না, তার জন্যে অনেক গভীরে ডুব দিতে হয় সেটা মানতে তারা অপারগ।
আমারও একটা লিখা ছিল। এরকম না হলেও অনেকটা এরকম। আপনার লিখাটা দেখে আমারও সেই অখাদ্য পোস্ট দিতে ইচ্ছে করছে। দিয়েই দিই!
৫| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১:৫৩
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: খাসা কথা! অনেকেই মনে করেন কবিতা মানেই কেবল ছন্দ মেলানো সোজা সোজা কিছু বাক্য। যেটা একবার পড়েই সাথে সাথে বুঝে যেতে হবে। কিন্তু সাহিত্যে যে অনেক কিছুই টুপ করে বুঝে ফেলা যায় না, তার জন্যে অনেক গভীরে ডুব দিতে হয় সেটা মানতে তারা অপারগ।
আমারও একটা লিখা ছিল। এরকম না হলেও অনেকটা এরকম। আপনার লিখাটা দেখে আমারও সেই অখাদ্য পোস্ট দিতে ইচ্ছে করছে। দিয়েই দিই!
০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৪২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ প্রিয়।
৬| ০১ লা মার্চ, ২০১৭ রাত ২:৩৬
পাজী-পোলা বলেছেন: দারুণ ...
০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৪৪
সুদীপ কুমার বলেছেন: নামটাই কেমন দুষ্টমিতে ভরা ।ধন্যবাদ পাজী পোলা।
৭| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৩:৪৬
জাহিদ অনিক বলেছেন: কবিতা ভালো হয়েছে- পড়ার পরেই দাবী করছি ।
০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৪৬
সুদীপ কুমার বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
৮| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ৮:৫৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর হয়েছে
০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৪৭
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
৯| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:২২
আরণ্যক রাখাল বলেছেন: এটা ভাল লেগেছে।
তবে, কবিরা মানের চাইতে পরিমানে বড় হচওছে প্রতিদিন। এটা তো খারাপ দিক। ময়লা পরিষ্কারের স্থলে ময়লা হচ্ছেন নিজেই। নির্মলেন্দু গুণ যেমন।
ভাল কবিকে ভালবাসে সবাই। যারা নামে কবি, কবি কবি ভাবটাই যাদের সার, তাদের কাক বলতে আপত্তি নেই আমার
০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৪৮
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল ভাই।
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
সুমন কর বলেছেন: ভালো লাগল।