নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

স্বর্গের দাবিদার

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৫


মৃত্যুর পর ,-পাপ-পূণ্য অনুসারেই স্বর্গ প্রাপ্তি ।
স্বর্গ প্রাপ্তির আশায় সাত আসমান পার হতেও রাজি ।
আমরা সবাই রাজি ।
রাজি নই নরকের দরজায় যেতে।
স্বর্গের টিকিট চাই ,তাই টিকি-দাঁড়ি সজ্জায় আমাদের দারুণ মানায়।

একজন আয়নাল পৃথিবীতে এসেছিল নরকের খোঁজে
স্বর্গের প্রতি তার লোভ ছিলোনা এতটুকু।
তার মৃত্যুর পর আমি গিয়েছিলাম তার মুখোশ খুলে আনতে
ওমা ! তার মুখে কোন মুখোশ নেই ,ও যে একটি দেবশিশু।
তবে মুখোশ পড়া অনেক যোদ্ধা পেয়েছিলাম মরুর বুকে
তাদের মুখে ছিল ধর্মের বুলি,
মুখোশ খুলে নিয়ে শয়তান আর ইবলিশের দর্শন পেয়েছিলাম ।

১৯৪৫ সাল । হিরোশিমা আর নাগাসাকিতে নরক তৈরি করেছিল যারা
তাদের খুঁজতে বেশী দূরে যেতে হয়নি এই পৃথিবীর বাসিন্দাদের
আমেরিকার হোয়াইট হাউজে রাজনীতিবিদ নয় ইবলিশকে খুঁজে পাওয়া গিয়েছিল।
নরক দর্শন করেছিল বাঙালি রমনীগণ –একাত্তরের নিষ্ঠুর রণাঙ্গনে ।
২০১৫ সালে নরক দর্শন করেছিল পেট্রোল বোমায় দগ্ধ বাংলার নিরীহ নিরব জনতা
আর রাজনীতিবিদগণ ( ইবলিশ ) পড়েছিল মানুষের সুন্দর মুখোশ।

এখন আমি জানি স্বর্গের একমাত্র দাবিদার মানুষরুপী ইবলিশগণ।

২৭/০১/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.