নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

লোভ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

ঠিক তারে ধরে ফেলবো, এই বিশ্বাস আছে
আর সকল বিশ্বাস কিভাবে যেন গলে বেরিয়ে যায়
হৃদয়ের দৃঢ়তার কাছ হতে
যেভাবে জল পড়ে যায়, তালু নয়,মুঠি পাকালে ।

আলোর বিপরীতে ছায়ার জন্ম ,আর সেই
ছায়ার পিছনে ছুটতে ছুটতে ,কখন যে মাটি আমাকে ডেকেছে
শোনাই হয়নি । মাটি ।সাড়ে তিন হাত মাটি
ভুলেই বসে আছি ,সেই অমোঘ সত্যি।

আমার পূর্বপুরুষগণ, যারা জেনেছেন সেই অমোঘ সত্যি
তারা রেখে গিয়েছেন বটবৃক্ষ – ধর্মগ্রন্থ; আমাদের জন্যে।

আমার ব্যবসা খুব ভালো লাগে; স্বল্প পুঁজির ব্যবসা-
মানুষের বিশ্বাস নিয়ে ব্যবসা-
মানুষের আবেগ নিয়ে ব্যবসা-
মানুষের কল্পনা নিয়ে ব্যবসা।
ব্যবসা করি প্রেম নিয়ে,ভক্তি নিয়ে,অনুভূতি নিয়ে,অজ্ঞতা নিয়ে
মুনাফার পিছে ছুটছি জীবনভর।

পত্রিকার পাতায় পাতায়
প্রতিটি খবরের আড়ালে লুকিয়ে রাখা মুনাফা
আমার ব্যবসায়ী মস্তিষ্কে ,-পুঁজির সরবরাহ নিশ্চিত করে খুব গোপনে।

মাটির ডাক শুনি,- কখনোবা না শোনার ভান করি,ঠিক কাকের মত
তারপর ,আবার ব্যবসা,আবার মুনাফা ।
কোথায় থামতে হবে,কিম্বা থামা যায়,
না চাইলেও থামতে হয়
কষ্ট। খুব কষ্ট আমার,-থামতে।

আমি হয়তো রিলে রেসে, তাই আমার মূলধন হস্তান্তর করি
পরবর্তি প্রজন্মের কাছে।

আমার দূঢ় বিশ্বাস , আমি জলকে মুঠিতে আনবোই
মুঠি করি, এরপর মুঠি খুলি
জল আঙ্গুলের ফাঁক গলে বেরিয়ে গিয়েছে
ভেজা হাত চিহ্ন বহন করে,-অনন্তকাল।

২৫/০২/২০১৭
ময়মনসিংহ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.