নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

কোন এক বন্ধুর সাথে কাটানো সময়

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০


ছোট্ট মেয়েটি ধীর পায়ে তার পিতার পাশে এসে বসে।
সময় দ্রুতই ফুরিয়ে যায় - জীবন হতে।

গতকাল শুধু ফোনে কথা হয়েছিল
আজ,উজ্জলের বাসায়। না,সময় বদলালেও স্মৃতি একই আছে।
বন্ধুবর আর আমি বর্তমানের কথা বললাম।উঠে এলো গিরির কথা।

নতুন প্রজন্ম প্রসঙ্গ এলে,বুঝা যায় বয়স গড়িয়েছে বেশ।
জানতে চাইলাম- এতো বয়সে গিরি বিয়ে করলো? বেশতো!
আলোচনা কিছুক্ষণ তরল হয়ে রইলো।
বন্ধুবর আক্ষেপ করে অপর এক বন্ধুর জন্যে,যে কিনা কন্যা সন্তানের জন্যে মর্মাহত।
সময় গড়িয়ে গড়িয়ে বেশ দ্রুতই বয়ে চলে
প্রয়োজন আমাদের গল্পের মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে যায়।

বেরিয়ে আসার আগে জানতে চাইলো-
লেখালেখি কখন করি আমি?- যখন মন চায়। রাতে।
উত্তর দিলাম।

আসলে গল্প নয়,বন্ধুর সাথে স্মৃতির সুতো জুড়ে গেলো আর কি।

নীল আকাশের নীচে আবার বেরিয়ে পড়ি
জীবন গড়িয়ে চলে সময়ের সাথে সাথে
আমি শুধু মানুষ দেখি এখন
মানুষ।বন্ধু মানুষ
শক্রু মানুষ।লাল রঙ,নীল রঙ,সাদা রঙের নানা রকম মানুষ।

আমি? - কেউ নই।সময়ের স্রোতে ভেসে থাকা সময়ের গল্পমাত্র।

১০/০২/২০১৭

নাটোর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.