নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওই দূরে,- দিগন্ত কি নিঃসঙ্গ,নীরব
পৃথিবীতে কেউ নিঃসঙ্গ হতে চায়না
তাকিয়ে দেখো জয়া,সুনীল আকাশ পরম মমতায় ছুুঁয়ে আছে দিগন্তকে
আমাকে অনুমতি দাও,আমি স্পর্শ করি তোমার হাত
পাহাড় হতে নেমে আসে নদী
গন্তব্য তার সাগর,
কত পথ দেবে পারি ওই নদী
সাগরে বিলীন হয়ে যাওয়ার আগে
নদী বুঝি ভালবাসে সাগরকে,তাই সে ধায় সাগর পানে।
জয়া,এসো বসি,ছায়া সুশীতল স্থানে
দেখো চেয়ে ব্রক্ষ্মপুত্র কত শুকিয়েছে- যদিও বসন্ত চারপাশে,
প্রাণপণ চেষ্টা তার চলিবার- বসন্ত রাগে সাগরকে রাঙাবার; প্রেম বুঝি শুধুই যাতনার?
তুমি পাশে, তাই ভাললাগার মুহূর্ত বয়ে চলে বসন্তবাতাসে।
ভাললাগা?- সে কি ক্ষণস্থায়ী? ধর তরল মেঘের মত
ক্ষণে ক্ষণে বদলে যায় বাতাসের প্রেমআঘাতে?
তুমি পাশে আছো- তাই উচ্ছল এই হৃদয়
তাই,- তাই হয়তো বেঁচে থাকা এই পৃথিবী মাঝে।
তোমার হাতখানা দাও আমাকে
আমি ছুঁয়ে থাকবো তোমাকে- তবেই বসন্ত আসবে বাতাসে
তবেই প্রজাপতি উড়বে
তবেই পাখির কলতানে মুখরিত হবে চারপাশ।
আমরা ভালবাসি একে অপরেকে,আর তাই এ পৃথিবী এতো সুন্দর।
০৭/০২/২০১৭
ময়মনসিংহ
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১
আছির মাহমুদ বলেছেন: সুন্দর!