নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা কি পুনরায় একত্রিত হতে পারি?
ছোট্ট শস্যদানা- ফসল- পরিপক্ক ফসল
ফসলে ফসলে পরিপূর্ণ মাঠ,পুনরায় শস্যহীন
যে ফসল ফলায় উর্বর মাটির সতেজ বুকে
তার বুকে বাজে কি ব্যাথা- ফসলহীনতার?
আমরা কি পুনরায় একত্রিত হতে পারি?
অচেনা একজন, যার মুখচ্ছবি প্রতিফলিত হয় আয়নায়
তাকে বসতে দেওয়া হয়
আপন করে নেওয়া হয়
সে যদি হারিয়ে যায়,হারিয়ে যায় আয়না হতে
- হৃদয়আয়না হতে
তবে আয়নার কি বা মূল্য আছে এই পৃথিবীর বুকে?
আমরা কি পুনরায় একত্রিত হতে পারি?
হৃদয়আয়না রয়নাকো ফাঁকা
কোন কালে
কোন কালে।
০৬/০২/২০১৭
ময়মনসিংহ
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো!
অভিনন্দন...