নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

আমি তোমাকে ভুলতে চেয়েছি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯


মোম যেভাবে হারিয়ে ফেলে নিজস্ব সত্ত্বাকে
আলো প্রজ্জলন কালে;
আঁধার দূরে সরে যায়,আর রাত নিজেকে চেনে,
আমি হারিয়ে ফেলিনি নিজেকে- তোমার প্রেমে!

কিম্বা হারিয়ে ফেলেছি নিজস্ব স্বত্ত্বাকে
কেমন যেন এক ঝড়ো হাওয়া বয়ে গেলো,আমার হৃদয় মাঝে
ঝড়। দমকা ঝড়ো হাওয়া। এলোমেলো হয়ে গেলো- সবকিছু।

নিদ্রাহীন এক একটি রাত; আমার
চিন্তাশক্তি লোপ পেলো বুঝি-
মনে হতো ওই দেয়ালে ঝুলিয়ে রাখি-
নিশ্চয় তোমাকে।

দেয়াল কোথায়?
টিক টক শব্দ- ঘড়ির কাঁটার?
ঘড়ি কোথায়? - ধুক পুক শব্দ আমার হৃৎপিন্ডের।

নিদ্রাহীন রাত আর আমি প্রাণপণ চেষ্টা করেছি তোমাকে ভুলে যেতে
ভুলবো কেমনে?
জানোতো যে হৃদয়জাহাজ ভালবাসার মাঝ সমুদ্রে নিমজ্জিত হয়
তাকে কুলে ভেরাতে পারে এমন কোন নাবিকই নেই পৃথিবীতে।

০৫/০২/২০১৭

ময়মনসিংহ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

কানিজ রিনা বলেছেন: ভাল লাগল, অনেক ধন্য়বাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.