নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

তুমি ঘুমাও প্রিয়তমা আমার

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০২


কল্পনা করতে পারি,ঘুমঘোরে তুমি অচেতন
মৃদ আলোয় আলোকিত ঘরটি জেগে আছে
তোমার বিরতিহীন নিঃশ্বাস ধারণ করে
তুমি কি জেগে আছো স্বপ্নরাজ্যের বসন্তউদ্যানে?

শীতের মৃদ হাওয়া বয়ে নিয়ে চলে তার শীতলতা
একটু উষ্ণতা পেতে আমি স্মরণ করি তোমাকে
আমি জেগে আছি
এই শীতের নিঃসঙ্গ রাতে,
জানো আজ আকাশ জুড়ে তারার মেলা।
মেলা। মেলা কথাটি মনে হতেই মনে পড়ে
ভালবাসার খুব সামাণ্য কিছু আবদার,ছোট ছোট সব আবদার
- অবশ্যই তোমার
লাল চুড়ি- গোছা গোছা,লাল ফিতা।

তোমার উচ্ছলতা,যতটা না চুড়ি বা ফিতার জন্যে থাকতো
তার চেয়েও বেশী থাকতো তোমার জন্যে কিনেছি ভালবেসে,এই জন্যে
আসলে ভালবাসা সব সময় যে মুখে বলতে হয় তাও নয়
ছোট ছোট ভালবাসার টুকরোগুলি জোড়া দিয়েও ভালবাসা প্রকাশ করা যায়।

জয়া,আমি কল্পনা করতে পারি,ঘুমঘোরে তুমি অচেতন
আর এক টুকরো মিষ্টি হাসি লেগে আছে তোমার ওষ্ঠে
- আমি কল্পনা করতে চাই
কারণ আমি ফোন করতে পারি
আর তাতে ভেঙ্গে যেতে পারে তোমার মিষ্টি সু্ন্দর কোন স্বপ্ন।
আমি চাইনা তোমার স্বপ্ন ভেঙ্গে যাক
কারণ স্বপ্ন ভাঙ্গার কষ্ট বড্ড বেদনাদায়ক।
ভালবাসার কেউ কষ্ট পেলে হৃদয়ে গভীর ক্ষত তৈরি হয়,জানোতো প্রিয়তমা।

তুমি ঘুমিয়ে থাকো আমার কল্পনায়
আর রাত জেগে জেগে আমি ভাবতে থাকি তোমার কথা-
আমাদের কথা-
আমাদের ভালবাসার কথা,প্রেমের কথা।

রাত বয়ে নেয় তার নিঃসঙ্গতা
আর বিশাল আকাশে ফুটে আছে শততারাফুল
তোমার আমার জন্যে।

৩১/০১/২০১৭

ময়মনসিংহ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.