নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই নির্মল বাতাসে আমরা শ্বাস নিয়েছি একসাথে
ওই আকাশে আমরা মেঘের খেলা দেখেছি একসাথে
এই দুর্গম পথ আমরা পেরিয়েছি একসাথে
ওই বহতা নদীর বক্ষে আমরা স্নান করেছি একসাথে
কতটা বুক ভরে নিঃশ্বাস নিলে বলা যাবে আমরা প্রেমে পড়েছি
আকাশটা কত বড় হলে আমরা জানবো আমরা প্রেমে পড়েছি
কত দুর্গম পথ পারি দিলে বলা যায় আমরা প্রেমিক প্রেমিকা
নদীর বুকে কত জ্যোস্না ঝরলে আমরা চিনবো নিজেদের
প্রেম হয়তো ভেসে আসে প্রতিটি মানুষের রক্তস্রোতে
আর হৃৎপিন্ডের প্রতিটি প্রকোষ্ঠ ভরিয়ে দেয় স্বর্গীয় আনন্দে
কেউ পেয়ে হারায়- প্রেম নামক স্বর্গীয় আনন্দকে
আর কারও জন্মই হয় প্রেমবিহীন নরক যন্ত্রণা ভোগের জন্যে
হৃদয় সে কি ভুল করে প্রেমানুভূতি পেতে?
৩০/০১/২০১৭
ময়মনসিংহ
©somewhere in net ltd.