নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয়তমা তোমার জন্যে এ কবিতা

২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০


সব কথাই মুখে বলতে হয়
কেন? আমার দু'নয়নের নীরব ভাষা
তোমার পাশে আমার নীরব উপস্থিতি
সে কি কোন ভাষা নয়?

জীবনের সব সত্যি আমরা জেনেছি
জানা যায়
জন্ম থেকে মৃত্যু অবধি কত না ভালবাসা আমাদের ঘিরে রাখে
কত প্রেমফুল ফুটে
আবার ঝরেও যায়।

আমাকে বলতে হবে,তোমায় আমি ভালবাসি,যদি না বলি
তুমি বুঝবে না?
তুমি বুঝবে না কত প্রেম,কত ভালবাসা তোমায় ঘিরে আছে এই পৃথিবী মাঝে?

আমি হয়তো কোন বিশেষ দিনে একগুচ্ছ গোলাপ উপহার দেবোনা
তবে,তোমার পাশে থাকবো
আর আমৃত্যু আমার হৃদয়ের প্রতিটি বিন্দুতে
লেখা রইবে - তোমাকে ভালবাসি,ভালবাসি হে আমার প্রিয়তমা।

২৯/০১/২০১৬

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬

পলাশমিঞা বলেছেন: মুখে বলতে হয় দাদা। না বললে মনের কথা অজানা থেকে যায়। আর আজকাল যা অবস্থা! মুখে বলেও বুঝানো যায় না।

৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭

সুদীপ কুমার বলেছেন: ভাল বলেছেন পলাশ।আসলে যতক্ষণ কবিতা লেখা হয় ততক্ষণ কবিতা যে রচনা করে তার।যেই মাত্র কবিতা প্রকাশিত হলো তখন তা পাঠকের। পাঠক এর বিচার বিশ্লেষণ করবে এটাই নিয়ম।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৩

গেম চেঞ্জার বলেছেন: প্রণয় ব্যাপারটা এত ইজি হইলে কি আর দুনিয়াতে এত জটিলতা আসতো??

৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯

সুদীপ কুমার বলেছেন: একজন স্বামী এবং একজন স্ত্রীর মধ্যে যখন গভীরর ভালবাসা,প্রেম খেলা করে তখন পৃথিবী স্বর্গীয় রুপ ধারণ করে।

ধন্যবাদ আপনাকে।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৫

আহমেদ জী এস বলেছেন: সুদীপ কুমার ,




প্রথম মন্তব্যে সহব্লগার "পলাশমিঞা" ভালো বলেছেন ।
আজকালকার বায়বীয় ভালোবাসায় , ভালোবাসার কথাটা মুখে বলেও বুঝানো যায় না। কারন পরষ্পরের প্রতি অবিচল বিশ্বাস আজকাল আর বেঁচে নেই , মরে গেছে ।

৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪০

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০৩

পলাশমিঞা বলেছেন: আপনাকে সম্মান জানাই। আপনি অন্তত সত্যাসত্য বুঝেছেন।

নিজের খাতায় থাকলে কবিতা প্রকাশ হলে পাঠকের হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.