নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও বন্ধু আমার,কতদিন পর দেখা,তোমার আমার সনে
তাই বুঝি হাসির ফোয়ারা দিকে দিকে!
তাই বুঝি শীতের হিমেল হাওয়ায় নেই শীতের আমেজ।
ও বন্ধু আমার,
বন্ধু সফিক,বন্ধু বিপ্লব,আর বিরল কেশ জহির
কৈশোর বুঝি ফিরে এলো,ফিরে এলো দিবাকর,গল্পে গল্পে
স্মৃতির মাতাল হাওয়াতে।
হৃদয়ে বুঝি বান ডেকেছে? ঝড়ো হাওয়া খুশির উচ্ছাসে
নাটোর এলো ঝলমলিয়ে চেনা- জানা লোকের উচ্ছসিত মুখমন্ডলে।
শিমুল এখন সাংসদ তাই এলোনা,গল্প মাঝে!
খুব স্বাভাবিক,হতেই পারে,এমন ধারা,সময় কালে।
ও বন্ধু আমার,এসো প্রাণের ডাকে- নাটোর উৎসবে
বছর বছর
প্রতি বছর,এমন করে।
১৪/০১/২০১৭
©somewhere in net ltd.