নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

সময় যারে বলে

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৯


সময় কি?- জানতে চেয়েছিলাম
ঝকঝকে ছুরির নীচে ছটফট করতে থাকা পশুকে
ম্লান হেসে জানিয়েছিল- জেনে লাভ?

সময় কি?- জানতে চেয়েছিলাম
ঘুষের টাকা গুনতে থাকা এক সরকারি কর্মকর্তাকে,উজ্জল হেসে বলেছিল-
তোমরা কবিরা এত ভাবো কেন?
উপভোগ করো জীবনকে পরিপূর্ণভাবে।

বক্তৃতা শেষে মঞ্চ হতে নেমে আসা অভিনেতাকে বললাম
- আপনার অভিনয়ে আমি মুগ্ধ। বলবেন কি - সময়কে কিভাবে সংজ্ঞায়িত করা যায়।
মুখে রঙের প্রলেপ তুলতে তুলতে
উদাস স্বরে বলেছিল- দর্শকের হাততালিই আমার সময়।

ভোটকেন্দ্র হতে বেরিয়ে আসা ভোটার বিষণ্ণ স্বরে বলেছিল- নেতা নির্বাচন করাই
আমার সময়।

সেদিন সঙ্গম শেষে স্ত্রীকে একই প্রশ্ন করেছিলাম-
আগামীকাল বাজার করতে হবে তোমার,
সঙ্গমের সুখ শেষে রুঢ বাস্তবতাই সময় হয়ে চলে আসে আমার সম্মুখপানে।

০৬/০১/২০১৭

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৫

সাইফুল ইসলাম মাহিন বলেছেন: শেষ লাইনটা খুব ভালো লাগলো .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.