নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

এক কবির মৃত্যু

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০০


রাত তার নিকষ আঁধারের ডানা মেলে শীতলতার বুকে
গাড়ির আলোয় হুমড়ি খেয়ে পড়ে কুয়াশা
আর তার মাঝে এক নিঃসঙ্গ যুবক
জীবনের তরী বেয়ে চলে।

আচ্ছা আমরা আন্দাজ করি সেই যুবকের পেশা
পেশা কেন?- বেঁচে থাকতে হবে তো পৃথিবীর বুকে।
এই পৃথিবী যে ধারণ করে শুধুমাত্র জীবন; এখন পর্যন্ত এই মহাবিশ্বে,
তাই বেঁচে থাকা চাই। মৃত যা কিছু তা হারিয়ে যায় কালান্তরের পথে।

যুবক তুমি কোথায় যাও এই কুয়াশা আচ্ছন্ন রাতে?
আঁধার, তাই তোমার দু'নয়ন মাঝে নেই কোন আলো?
আলো আর আঁধার শুধুই আপেক্ষিক,যা কিনা নির্ধারিত পৃৃথিবীর ঘূ্র্ণনে
সেটি নিয়ে কিছু বলার নেই আমার,
যুবক আমাকে শুধু বলো- এই আঁধারে ওই হৃদয় মাঝে কেন এতো আলো?

যুবক,তোমার পেশা?- তুমি কি পুষ্প বিক্রেতা?
স্বর্গীয় পুষ্প বিক্রেতা?
নাকি স্বর্গীয় শব্দ বিক্রেতা?- যে শব্দের জমাট গঠন আলো জ্বেলে দেয়
অন্যের হৃদয় মাঝে
যে শব্দ আলো জ্বেলে দেয় নিকষ আঁধার হৃদয় মাঝে।

হায়,তুমি কি মৃত্যু কামনা করছো,তোমার
জীবনের পথে তুমি ক্লান্ত?

রাত তার নিকষ আঁধারের ডানা মেলে শীতলতার বুকে
আর এক নিঃসঙ্গ যুবক পৃথিবীর ধুলিধুসরিত পথে।

০৫/০১/২০১৬

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ গুলা খান ভালো লাগবে।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৫

সুদীপ কুমার বলেছেন: ফরিদ ভাই, জামরুল কি seretonin reuptake inhibitor?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.