নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(ক)
আমি চাইবো তুমি শীতের নীরব রাত হও
আমি হবো কুয়াশা, তোমায় ভালোবেসে।
আমি হয়তো গলে পড়া জ্যোৎস্না হতে চাইবো
যে জ্যোস্নায় তুমি নিজেকে হারাও।
রাত দ্বি- প্রহরের কুহক হয়ে ডাকবো তোমায় - প্রহরের পর প্রহর
তুমি শুনবে আমার প্রেমের বারতা।
আমি হয়তো বিলীন হয়ে যাবো- প্রকৃতির মাঝে
তোমায় খুঁজে পেতে- তোমার প্রেমে আমি হারাবো নিজেকে।
(খ)
প্রসারিত করে দাও তোমার হৃদয়
গ্রহণ করো আমার প্রেম
ডানা মেলে দাও ভালোবাসার নীল আকাশে
ভেসে যাও,ভাসিয়ে নাও আমাকে।
সজীব ভালোবাসার সবুজ বনানীতে এসো
কান পেতে শোন বনানীর নির্জনতায় প্রেমের গোপন বারতা।
(গ)
মনোরম সন্ধ্যা অপেক্ষায় ছিল,
অপেক্ষায় ছিল
চায়ের টেবিল
ফুলদানিতে রাখা রজনীগন্ধা ফুল।
আমাদের মাঝে কথা ছিল
নীরব কিছু সময় ছিল
আর স্পর্শ ছিল বাঙময় হয়ে।
একটি জ্যোৎস্নার রাত অপেক্ষায় ছিল
ভালোবাসা ভেসে গিয়েছিল
জ্যোৎস্নার মায়াবী আলোয়।
সময় ছিল নীরব হয়ে
তবে স্পর্শ ছিল বাঙময় হয়ে।
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৪
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৫
অন্তু নীল বলেছেন:
সুন্দর হয়েছে।
খুব ভালো লাগল।
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩১
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৩
ধ্রুবক আলো বলেছেন: সব গুলো লেখাই ভালো লাগলো...
++
শুভ কামনা...