নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যু
-----------
যখন ছড়িয়ে পড়বে সেই সংবাদ
দ্রুততার সাথে
কোষ হতে কোষে;
আমি লিখতে পারবো সেই অনুভূতি?
আর পাশে?
পাবো কি তোমায়
তোমাদের?
ইচ্ছাপাখি ভাসবে একাকী
যেমন ভেসে বেড়ায় ওই চিল নীল আকাশের বুকে
উদাস ডানায় স্বপ্নবেঁধে।
অতৃপ্ত মনবাসনা আমাকে হাসাবে
স্মিত হেসে বলবো তখন
বিদায় পৃথিবী
বিদায় প্রিয় পৃথিবী।
১১/১১/২০১৬
বিয়োগ
------------
আঁধার থমকে আছে আঁধারের মাঝে।
সব বিষাদ একত্রিত হয়ে উড়াল দেয়
দুঃসংবাদ হয়ে।
এরপর,বিষণ্ণ সময়
বিষণ্ণ,বিষণ্ণ।
কান্নায় ভিজে থাকা এক একটি মুখে
বিষাদের গল্পগাঁথা-
যে গল্প সবার জানা।
হৃদয় চৌচির করা
নিঃশ্বাসে ভারী হয়ে আছে বাতাস।
ধূপ শলাকার ঘ্রাণে
অন্যকোন বারতা যা কিনা
শোক প্রকাশ করছে।
চন্দন মেখে সাবানে স্নান সেরে
সফেদ বস্ত্রে সে প্রবেশ করে মাটির ঘরে
চিরতরে।
শ্মশাননের বাতাসে কোন আনন্দ নেই।
১৩/১১/২০১৬
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০১
কবীর হুমায়ূন বলেছেন: ভালো লাগলো কবিতা।
শুভ কামনা কবি।