নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

অনিবার্য

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০২

অনিবার্য ছিল যুদ্ধ।
অনিবার্য ছিল মৃত্যু।
অনিবার্য ছিল হাহাকার-
স্বজন হারানোর তীব্র বেদনা;
একটি স্বাধীন আবাস ভূমির জন্যে যুদ্ধ
মাকে মা বলার অধিকার ছিনিয়ে আনার জন্যে ছিল যুদ্ধ-
মুক্তিযুদ্ধ।।

তারপর-
কতদিন
কতটা বছর কেটে গেলো
হারিয়ে গেলো কত পুরোনো স্মৃতি!
ইতিহাস,-সে কি বদলায়?না বদলানো যায়?

জসিম নামের যে ছেলেটির মুখে প্রস্রাব করে দিয়েছিল
কিম্বা যে তরুনীর যৌনাঙ্গ বেয়োনেট দিয়ে এফোঁড়-ওফোঁড় করা হয়েছিল
কিম্বা যে তরুণকে জবাই করা হয়েছিল
কিম্বা লুট করা হয়েছিল হিন্দুদের
কিম্বা দেশান্তরিত বা ধর্মান্তরিত করা হয়েছিল হিন্দুদের
অথবা গণধর্ষণ করা হয়েছিল অসহায় মুসলিম নারীদের
শুধুমাত্র পাকিস্থান নামক মৃত রাষ্ট্র রক্ষার জন্যে
আর ঢাল হিসেবে ব্যবহার করেছিল ধর্মকে
যারা ছিল আমাদেরই স্বজাতি
যাদের হাত রঞ্জিত হয়েছিল
স্বাধীনতাকামী আমার পূর্বপুরুষের রক্তে
তাদের কেন ফাঁসিতে ঝুলিয়ে দেবোনা?
কেন?
বিচার?
আইন?
কাদের জন্যে আইন?
যারা এই রাষ্ট্রের জন্মের বিরোধীতা করেছে,-তাদের জন্যে?

কী একটা দুঃসময় ছিল,এই স্বাধীন বাংলাদেশে
ভাবতে অবাক লাগে-
রাজাকারের গাড়িতে পত পত করে উড়তো পতাকা-
লাল আর সবুজের পতাকা।
আমরা দেখেও না দেখার ভান করতাম?
কিম্বা ছিলাম আত্মকেন্দ্রিক?
এখনও নয় কি?-আত্মকেন্দ্রিক?


এই যে নরম মাটি¬-
সোনা ফলানো উর্বর মাটি
এই মাটি নরম বলেই কি আমাদের হৃদয়ে
ঠাঁই করে নেয় দুর্বলতা
যেমন দুর্বলতা দেখাই অন্ধসংস্কারের প্রতি।

আমরা যারা ধর্মপ্রতিবন্ধী
অথবা বিবেক প্রতিবন্ধী
কিম্বা ইতিহাস প্রতিবন্ধী
তাদের বয়স যাই হোক-পনেরো ,বিশ কিম্বা পঞ্চাশ
অথবা আরও বেশী,
নারী অথবা পুরুষ
কেন বশীভূত হই ধর্মের মুখোশধারী
-জানোয়ারদের
যারা কিনা ছিল রাজাকার
যারা কিনা ছিল আলবদর।
হয়তো আমরা কেউ ওদের ঔরসজাত
কিম্বা অর্থ?
কিম্বা পারিবারিক জঘন্য পরিবেশ।
জঞ্জাল যা কিছু জন্মে মস্তিষ্কে
কে কবে পেরেছে তাকে সরাতে?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১২

ভ্রমরের ডানা বলেছেন: ধিক্কার তাদের!

মুক্তি্যুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক প্রতিটি মনন!

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৫

আনিসা নাসরীন বলেছেন: অসাধারণ।
শুভ কামনা রইলো।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৪

তাওহীদ পলাশ বলেছেন: রক্ত গরম হয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.