নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৭


ঝড়া পাতা।ভেজা ঘ্রাণ,বাতাস বয়ে আনে বারতা।
দূরে;দূর দিগন্তে,আঁধার নয়,সাদা রঙের প্রলেপ।
যেন স্নান শেষে নবীনার দেহবল্লরী;আবছা কিন্তু উত্তেজক।
আসছে।ফিসফিস,এখানে ওখানে গুঞ্জন,ছন্দ-ঝরঝর।
আহা প্রকৃতি!বর্ষার প্রকৃতি,ভেজা মনোরম বাতাস।
পুকুরের বুকে জাগে ঢেউ,স্থির ওই রাজহাঁস।
টিনের চাল।শব্দছন্দ,কানপেতে রই।সুমধুর।বাতাসের মাঝে ফিসফিস।
ভেজা অঙ্গ,ভেজা পত্র।আনন্দ,আহা কি আনন্দ।সজীব বৃক্ষ।
প্রশান্তি-প্রশান্ত মন-শীতল স্পর্শ!
বর্ষার দুপুর।আহা ছন্দ,ঝরঝর-ঝরঝর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৭

অরুনি মায়া অনু বলেছেন: আহা এই বর্ষার সুখ সবার সয়না। রাস্তায় যখন হাটু পানি বর্ষা তখন মাথার উপর দিয়ে যায়।
তবুও ভালবাসি বর্ষা ঋতু।

২| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৮

শুভ্র বিকেল বলেছেন: চমৎকার বর্ষার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.