নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেন নিকষ আঁধার,-আলোহীন রাত?
খবরের শিরোনামে জবাইকৃত লাশ।অপ্রত্যাশিত
মৃত্যুর মিছিল।কিসের বারতা?
ঝড়ো হাওয়া- আড্ডায় আর
আলোচনায়।সরষের মাঝে ছানা যে মামদো ভূতের।
বাজাও ঢোল,ঝাঁঝর-কাঁসা
ধর্ম নয় গুপ্তহত্যায় মিশে রয় কৌশলী খেলা।
খেলারাম খেলে শুধু,ক্ষমতায় দল
দুই হাতে লুটো টাকা;সময়ে?-পালাবদল।
বেচো নীতি,বেচে দাও তোমাকে,বেচে দাও দেশকে
খাল কাটো,আনো কুমীর এই মাটিতে।
শ্বাপদ যারা আছে অদৃশ্য হয়ে,
তোমার-আমার মাঝে
ধর্ম,উগ্রপন্থার নেশায় বুঁদ হয়ে।
নিঃশব্দ হত্যাকারী;ঠগী-রয় সমাজে মিশে।
শোন গল্প -ওই নরকের
দরজায় ছিলনাতো কোন প্রহরী?প্রশ্নের
জবাবে,যমরাজ দেয় অট্টহাসি;
পালাবে?-কেমন করে?-ওরা তো বাঙালি।
একজন যদি চায় পালাতে,এই নরক হতে
শতহস্ত দেবে টান তার দু’পা ধরে।
গল্প নয়।রীতি এক এই অভাগা দেশের।
তাই পোড়া-পুড়ি শেষে শোন জবাইয়ের পদধ্বনি।
ঘর পোড়ে অভিশাপের আগুনে
আর আলু পোড়ায় সেই উত্তাপে
নীতিহীন ,স্বার্থপর,বাটপার সুশীলের দল।
ক্ষমতায়?-নব্য ধনীদের দল!
নীরবে,নিঃশব্দে দেশত্যাগী যারা
শিকড়হীন,তাদের নেই ডাল পালা।
সংখ্যালঘু কোন শব্দ নয়- এক আপেক্ষিক তত্ত্ব।
২| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:৫৫
বিদ্যুৎ বলেছেন: অসাধারণ লেখনী। শুভ কামনা রইল। ভাল ও নিরাপদে থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:৩৬
বিজন রয় বলেছেন: সমসাময়িক বিষয় নিয়ে সুন্দর কবিতা।
++++