নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

একটি উন্নয়নের গল্প

০৩ রা জুন, ২০১৬ রাত ১১:২৫

শিপলু চায়ের কাপে চুমুক দেয় আর রাস্তায় চেয়ে দেখে।এবড়ো-থেবরো রাস্তায় রিক্সাভ্যান ঝাঁকি খেতে খেতে এগিয়ে চলছে।রাস্তাটি অনেকদিন ধরেই ভাঙ্গা।সে অপেক্ষা করছে।প্রবালের সাথে কলেজে যাবে।

-তোর এতো দেরী হলো কেন? শিপলু বেশ ঝাঁঝের সাথে প্রবালকে বলে।
-বাইকের চাকা পাংচার হয়েছিল।এই রাস্তার যা ছিড়ি।চারদিকে উন্নয়ন উন্নয়ন শব্দে কান পাতা দায়।আর তোদের এই রাস্তা কাঁচাই রয়ে গেলো।তোর চাচা সেক্রেটারী তাও কিছু করতে পারছিস না?
শিপলু আরও দুই কাপ চায়ের অর্ডার করে।প্রবালের কথায় সারা দেয়না।ঠিক এই সময় রাস্তায় একটা দ্রুতগতির অটো উল্টে যায়।

শিপলু কলেজের ভি পি।ওর চাচা এ অঞ্চলের প্রভাবশালী নেতা।রাতে চাচা বাড়ি ফিরলে চাচার ঘরে যায়।
-কি খবর তোর?
-চাচা,সামনের রাস্তা এবার পাকা করে ফেলেন।
-তাতে লাভ?
-সবার খুব ভোগান্তি হচ্ছে।
-শোন,তার চেয়ে প্রতি তিনমাস অন্তর তুই রাস্তা ঠিক করার জন্য দরখাস্ত কর।এতে তোর পকেটে আড়াই তিন লাখ থাকবে।

"বিল নস্ট পানায়
গ্রাম নস্ট কানায়"

০৩/০৬/২০১৬

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:২৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: অতঃপর আরো একটি উন্নায়নের গল্প শেষ হইয়া গেল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.