নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন পর কাছে পেলাম তারে।
জোনাকীর নৃত্যরত এই পথে
মাটির মিষ্টি ঘ্রাণ লেগে আছে
বাতাসের গায়ে।
কত ক্রোশ হেঁটেছি এ পথে
নক্ষত্র ঝরা বিরহী রাতে।
অনেকদিন পর কাছে পেলাম তারে
উঁচু সড়কের পাশে
বৃক্ষের নীরব সমাবেশে
রাতজাগা পাখিদের কলতানে;
কতরাত ভালবেসে নিঃসঙ্গতা করেছে দান আমারে
আর বেনো জলে জ্যোৎস্না গিয়েছে ভেসে।
অনেকদিন পর কাছে পেলাম তারে
ঝিঁ ঝিঁ পোকাদের সরব উপস্থিতিতে
ব্যাঙদের শীৎকারে
মেঠো পথ ছিল জেগে।
১৭/০৫/২০১৬
১৭ ই মে, ২০১৬ রাত ১১:০০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৬ রাত ৮:৫৭
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: অনেকদিন পর কাছে পেলাম তারে
উঁচু সড়কের পাশে
বৃক্ষের নীরব সমাবেশে
রাতজাগা পাখিদের কলতানে;
কতরাত ভালবেসে নিঃসঙ্গতা করেছে দান আমারে
আর বেনো জলে জ্যোৎস্না গিয়েছে ভেসে।
খুব সুন্দর লিখেছেন।