নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ নয় আমার মাতৃভূমি
যেখানে দুঃস্বপ্ন তাড়া করে ফেরে
আর আমার ধর্ম পরিচয়-মানব স্বত্বা হতে
আমাকে বিচ্ছিন্ন করে ফেলে।
না, হতে পারেনা
আমি বিশ্বাস করিনা
আমি হয়তো দুঃস্বপ্নে।
চোখ মেলেই দেখতে পাবো-সবুজ ফসলের ক্ষেত।
শ্রদ্ধেয় শিক্ষক-কান ধরে উঠ বস করছেন
সাথে জয় বাংলা শ্লোগান!
আমার কান ভুল শুনছে
আমি হয়তো স্বপ্নের ঘোরে।
এ আমার মাতৃভূমি নয়
যেখানে গুপ্তঘাতকেরা নিঃশব্দে চলে
শীতল চাপাতি হাতে
আর মানুষের জবাইকৃত লাশ মেলে নিয়মিত বিরতিতে।
আমি হয়তো স্বপ্নের ঘোরে।
১৭/০৫/২০১৬
©somewhere in net ltd.