নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরও অনেক রাত ছিল বুঝি,-অপেক্ষায়!
চাঁদ যায়, চাঁদ আসে।
ফসলের মাঠে কর্ম শেষে
তুমিও থাকতে অপেক্ষায়;
এই বুঝি দেখা হবে।
এক গাল হেসে
তখন বলবে তুমি
-ভালবাসি।
চৈত্রের নির্মম রোদ
ভালবেসে,গেলো চলে
বর্ষার উচ্ছল জলে,
ভরা ভাদ্রে,ঘেমো গায়ে
ছিলে,-রাত জেগে
একা,একা
এই বুঝি হবে দেখা
তার সনে?
শরতের শুভ্র মেঘ সাথি করে
আশার ভেলায় চড়ে
তটিনীর পারে বসে
উদাস নয়নজোড়া কারে খুঁজে চলে
-ঐ দিগন্তের কাছে
ঐ যে,ছোট্ট বিন্দু
ওই আসে বুঝি
যারে চেয়েছিলে বলতে- ভালবাসি!
শীতের ঝরা পাতায় চড়ে
এলো বুঝি সে-নিঃসঙ্গ বেদনারে সাথে নিয়ে
হলো বুঝি শেষ,-অপেক্ষার?
তার!
১৬/০৫/২০১৬
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৬ রাত ১:৪৩
মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: খুব সুন্দর কবিতা।পরে মনটা ভালো হয়ে গেল।
খুব কাছে পাওয়ার আকুতি।