নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কোন ফেরিওয়ালা নই
আমি ফেরি করিনা কোন চেতনা
অথবা ধর্মীয় উন্মাদনা ।
আমি শুধু বলতে এসেছি
আমরা কোন যুদ্ধের ময়দানে নেই
আমরা আক্রান্ত নই
কোন বহিঃশত্রুর দ্বারা।
তবে কেন চাপাতির ভয়ংকর দৌরাত্ম্য
তোমার-আমার হাতে এতো রক্ত?
একবার ভাববে কি
তুমি-আমি কারও ক্রিড়া নখ কিনা
তোমার-আমার কাঁধে বন্দুক রাখছে কিনা?
তুমি কি চাও মার্কিন রণতরী
আমাদের সমুদ্র সীমায় অবস্থান নিক।
একবার চাও ইরাকের পানে-
সিরিয়ার পানে-
অথবা লিবিয়া এবং আফগানিস্থান।
একবার চিন্তা কর
একটি দেশের মাটি দখলে না নিয়েও
কিভাবে দেশ দখলে রাখা যায়।
কিভাবে সংঘাত ছড়িয়ে দেয় তারা আমাদের মাঝে
কিভাবে বোকা বানায় তারা আমাদের।
আমি কোন কিছু ফেরি করতে আসিনি
আমি বলতে এসেছি
আমরা চিন্তা করতে পারি।
02/05/2016
২| ০২ রা মে, ২০১৬ রাত ৯:৪৬
দেবজ্যোতিকাজল বলেছেন: একবার চিন্তা কর
একটি দেশের মাটি দখলে না নিয়েও
কিভাবে দেশ দখলে রাখা যায়।
কিভাবে সংঘাত ছড়িয়ে দেয় তারা আমাদের মাঝে
কিভাবে বোকা বানায় তারা আমাদের।......এইটুকু বুঝলামনা একটু বোঝাবে কি?
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৬ রাত ৯:৩০
হুকুম আলী বলেছেন: একবার চিন্তা কর
একটি দেশের মাটি দখলে না নিয়েও
কিভাবে দেশ দখলে রাখা যায়।
ভেবে দেখার মত বিষয়।