নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কবিতা আসবেনা,খাতায়
বলবেনা তার প্রেমের কথা
বলবেনা প্রকৃতির কথা।
আজ খাতায় ছড়িয়ে পড়ছে-আমার ভাইয়ের রক্ত
কলমের কালি ধারণ করছে
রক্ত লাল বর্ণ।
চাপাতির আকস্মিক উথ্থানে লোপ পাচ্ছে চিন্তা করার
ঐশ্বরিক ক্ষমতা।
গুপ্তহত্যার অচিন্তনীয় দাপটে মানুষ ভুলে যাচ্ছে
তার প্রতিবাদের সহজাত ক্ষমতা
যেমন কবিতা হারিয়ে ফেলেছে
তার সহজাত ছন্দ।
অর্থের কপট ব্যবহার
উসকে দেয় সন্ত্রাস
আর কবিতা হারিয়ে ফেলে
তার চিরচেনা পথ।
মুষ্টিমেয় শ্বাপদের উল্লাস নৃত্যে
কোটি বাঙালী আজ ভীত সন্ত্রস্ত।
আজ কবিতা উদ্বাত্ত কন্ঠে আহ্বান জানায় না
ভয় করো কেন?
আমরা তো আছি,চল একত্রিত হই
প্রতিরোধ করি ওই ভীরু কাপুরুষ জানোয়ারদের
যারা কিনা চোরের মত লুকিয়ে থাকে
আর আচমকা নিরস্ত্র মানুষকে হত্যা করে।
আজ কবিতা আসবেনা
আজ কবিতা তার চেনা পথ হারিয়েছে।
25/04/2016
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬
বিজন রয় বলেছেন: অসাম।
+++