নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওই স্থানে এক মৃতদেহ পড়ে আছে।
না,কোন পশুর মৃতদেহ নয়
কোন পাখিরও নয়।
যেমন ধর,ওই মৃতদেহটি
যদি হতো একটি কাকের
তবে অসংখ্য কাক কা কা শব্দে মুখরিত করতো চারপাশ।
ওই স্থানে এক মৃতদেহ পড়ে আছে।
জবাই করা হয়েছে তাকে।
রক্তের ধারায় কালচে আবরণ পড়েছে
হয়তো বেশ কিছুক্ষণ আগে হতাকাণ্ড সংঘঠিত হয়েছে!
সময়ের রথে এক প্রশ্ন ভ্রমণ করছে
পশুর মৃতদেহ নয়!
পাখির মৃতদেহ নয়!
তবে?-কোন প্রাণীর মৃতদেহ ওখানে?
কোন প্রাণীর?
কার মৃতদেহ?
হ্যাঁ, ওটা এক মানুষের মৃতদেহ
তাই প্রতিবাদ নেই।
হিংস্র পশু জবাই করতে জানে?
ক্ষুধা না পেলেও হত্যা করে?
মানুষ!
কয়েকজন মানুষ মিলিত হয়ে হত্যা করেছে
আর একজন মানুষকে-
একজন শিক্ষককে-
সমাজের বিবেককে!
সকল শিক্ষক
এখন নিশ্চয় রাস্তায় নামবে
তীব্র প্রতিবাদ জানাবে!
সন্দেহ আছে কি?
সন্দেহ!হায়,উদ্বেগ জানায় মার্কিন যুক্তরাষ্ট্র।
-"সাপ হয়ে দংশিল,ওঝা হয়ে ঝারিল"।
রাজশাহী।সাহেব বাজার।জিরো পয়েন্টে সবাই
ছবি তুলছে!সেলফি!
না,ভুল করেছি।সবাই এসেছে মানব বন্ধনে
শিক্ষক হত্যার প্রতিবাদে।
আজকাল সবকিছু ভুলে যাই
যেমন ধর সকালে কি খেয়েছি।
বড্ড ভুলো মন!
তাই হয়তো ছবি তোলার
এমন ব্যস্ততা।
একদা প্রতিবাদী ছিলাম
সেলফি তার সাক্ষী!
24/04/2016
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫০
চিক্কুর বলেছেন: প্রতিবাদী কবিতা।+