নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিল শোষণ,ছিল বঞ্চনা
ছিল আগুন-বাঙালির হৃদয়ে
আর?-ছিল এক রুপকথার ফেরিওয়ালা
যে কিনা ফেরি করতো-স্বপ্ন;স্বাধীনতা।
আঙ্গুল উঁচিয়ে জলদ গম্ভীর স্বরে
হাঁক দিতো-স্বাধীনতা নেবে গো
স্বাধীনতা-
তোমার-আমার স্বাধীনতা-
সাত কোটি মানুষের স্বাধীনতা-
দুঃখিনী মাতার জন্য স্বাধীনতা।
তারপর?-আঁধারে,ঘুমঘোরে মরে পড়ে থাকলো নিরীহ শ্রমিক
মেরে পুঁতে ফেলা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
হত্যা করা হলো ছাত্র
শিশু
নারী।
আঁধারও হার মানে
-দিনের সূর্যের কাছে
গ্রীষ্মের শক্ত মাটি নরম হয়
বর্ষার জলে
কুয়াশায় ঢেকে যায়
সবুজ প্রান্তর।
লুঙ্গীপড়া পাশের বাড়ির
ভদ্রলোক-তার হাতে উঠে আসে চাইনিজ রাইফেল।
যে মেয়েটি মাথা নীচু করে
কলেজের দিকে হেঁটে যেতো
সেও একদিন শাড়ি কোমরে পেঁচিয়ে
চলে যায় রণাঙ্গনে।
যে মানুষটির বুক ধরফড় করতো
পশু জবাইয়ের সময়
সেও জবাই করে ফেলে তিনজন খান সেনাকে।
সবার হৃদয়ে একটাই স্বপ্ন
মহান ফেরিওয়ালার সেই স্বপ্ন-
আমরা আমাদের মাতৃভূমির স্বাধীনতা চাই-
স্বাধীনতা চাই-
স্বাধীনতা চাই।
05/03/2016
২| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬
কানিজ রিনা বলেছেন: এদেশ স্বাধীন দেশ, তাইতো মায়ের ছেলেরা
ঘরে ফেরে নশায় বুদ হয়ে। স্বাধীন নেশা
ঘরের স্বামী ফিরে মাতাল হয়ে স্বামীর মদের
লাইসেন্স আছে। তারপর হেরইন, ইয়াবা,
গাঁজা,ফেন্সিডিল,ভায়াগ্রা কি নাই এই
স্বাধীন দেশে। টাকার নেশায় দুরনীতির শীর
উচ্চ শিখরে। রন্ধেরে রন্ধেরে যেখানে নেশা।
এই আমাদের স্বাধীনতা। খুনের নেশা জনে
জনে প্রেমের নেশা। আমাদের অহংকারের।
স্বাধীনতা।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২
বিজন রয় বলেছেন: অসাম কবিতা। চমৎকার কবিতা।
আমরা আমাদের মাতৃভূমির স্বাধীনতা চাই-
স্বাধীনতা চাই-
স্বাধীনতা চাই।
+++