নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

পতাকা

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৪


অবুঝ বালক,তাই বুঝি আবদার
বাবা,ও বাবা,আমায় কিনে দাওনা-পতাকা
কী সুন্দর আমাদের পতাকা
-সবুজের মাঝে গাঢ় লাল,
আমায় দাওনা কিনে!
বাবা তার হাসে-বলে
কি করবিরে খোকা-পতাকা কিনে?
অবাক হয়ে ছেলে তার বলে-কেন? জানোনা?
মার্চ-আমাদের স্বাধীনতার মাস।
জানো বাবা,আমাদের স্যার বলেন-
আমরা বীরের জাতি-
যুদ্ধ করে পরাজিত করেছি পাকস্থানী সেনাবাহিনী
অনেক মূল্য দিয়ে কিনেছি
লাল সবুজের পতাকা-আমাদের স্বাধীনতা
বাবা আমায় কিনে দাওনা-পতাকা।

স্নেহের চোখে বাবা চায়-ছেলের মুখ পানে
আদর করে চুলে দেয় হাত বুলিয়ে
বলে-হ্যাঁ,আমরা সত্যিই বীরের জাতি
রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা-আমাদের অহংকার।

আচ্ছা বাবা,আমরা কেন বীরের জাতি?
স্বাধীনতা কি ছিনিয়ে আনতে হয়?

প্রাণখুলে বাবা তার হাসে
বলে
শোন খোকা
প্রথমে ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল
চেয়েছিল-আমাদের পদানত রাখতে
তাই যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আমাদের উপর
ভেবেছিল অস্ত্রের ভাষায় রাখবে দাবিয়ে।
আমরা নিরীহ; কিন্তু ভীরু নইরে খোকা
আমরা এমন কাপুরুষও নই যে
আমাদের মা-বোনকে ওরা অপদস্থ করবে
আর আমরা চুপ থাকবো।
মাকে রক্ষা করতে প্রাণ দিলো লাখ সন্তান
কতজন হলো দেশান্তর
কেউ রাখেনিরে খোকা তাদের খোঁজ।
অনেক,অনেক মূল্য দিয়ে কেনা স্বাধীনতা।

অবুঝ বালক-অবাক নয়ন তার।
চোখে তার স্বপ্ন
আর হৃদয়ে লাল সবুজের পতাকা।।

০১/০৩/২০১৬

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৬

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++

২| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

বিজন রয় বলেছেন: আপনার অন্যসব কবিতাকে এটি ছাড়িয়ে গিয়েছে।
এরকম লেখা চাই বেশি বেশি।

ওসব নারী, শাড়ী, স্তন, নিতম্ব ছাড়ুন তো!!

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩

সুদীপ কুমার বলেছেন: বিজন,কারও লেখা বদলতাতে বলা শোভন নয়।লেখা খারাপ লগলে আপনার খারাপ লাগা তুলে ধরতে পারেন।
"ওসব নারী, শাড়ী, স্তন, নিতম্ব ছাড়ুন তো"!!-"ছাড়ুন তো" এটা কেমন কথা?

৩| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার কবিতা।

৪| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫

বিজন রয় বলেছেন: আচ্ছা, লিখুন আপনার মনের মতো।
ওভাবে বলায় এবং সেটা আপনার পছন্দ না হওয়ায় আমি দুঃখিত।

তবে ওটা কিন্ত ছিল আমার মতামতই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.