নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবুঝ বালক,তাই বুঝি আবদার
বাবা,ও বাবা,আমায় কিনে দাওনা-পতাকা
কী সুন্দর আমাদের পতাকা
-সবুজের মাঝে গাঢ় লাল,
আমায় দাওনা কিনে!
বাবা তার হাসে-বলে
কি করবিরে খোকা-পতাকা কিনে?
অবাক হয়ে ছেলে তার বলে-কেন? জানোনা?
মার্চ-আমাদের স্বাধীনতার মাস।
জানো বাবা,আমাদের স্যার বলেন-
আমরা বীরের জাতি-
যুদ্ধ করে পরাজিত করেছি পাকস্থানী সেনাবাহিনী
অনেক মূল্য দিয়ে কিনেছি
লাল সবুজের পতাকা-আমাদের স্বাধীনতা
বাবা আমায় কিনে দাওনা-পতাকা।
স্নেহের চোখে বাবা চায়-ছেলের মুখ পানে
আদর করে চুলে দেয় হাত বুলিয়ে
বলে-হ্যাঁ,আমরা সত্যিই বীরের জাতি
রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা-আমাদের অহংকার।
আচ্ছা বাবা,আমরা কেন বীরের জাতি?
স্বাধীনতা কি ছিনিয়ে আনতে হয়?
প্রাণখুলে বাবা তার হাসে
বলে
শোন খোকা
প্রথমে ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল
চেয়েছিল-আমাদের পদানত রাখতে
তাই যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আমাদের উপর
ভেবেছিল অস্ত্রের ভাষায় রাখবে দাবিয়ে।
আমরা নিরীহ; কিন্তু ভীরু নইরে খোকা
আমরা এমন কাপুরুষও নই যে
আমাদের মা-বোনকে ওরা অপদস্থ করবে
আর আমরা চুপ থাকবো।
মাকে রক্ষা করতে প্রাণ দিলো লাখ সন্তান
কতজন হলো দেশান্তর
কেউ রাখেনিরে খোকা তাদের খোঁজ।
অনেক,অনেক মূল্য দিয়ে কেনা স্বাধীনতা।
অবুঝ বালক-অবাক নয়ন তার।
চোখে তার স্বপ্ন
আর হৃদয়ে লাল সবুজের পতাকা।।
০১/০৩/২০১৬
২| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮
বিজন রয় বলেছেন: আপনার অন্যসব কবিতাকে এটি ছাড়িয়ে গিয়েছে।
এরকম লেখা চাই বেশি বেশি।
ওসব নারী, শাড়ী, স্তন, নিতম্ব ছাড়ুন তো!!
০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩
সুদীপ কুমার বলেছেন: বিজন,কারও লেখা বদলতাতে বলা শোভন নয়।লেখা খারাপ লগলে আপনার খারাপ লাগা তুলে ধরতে পারেন।
"ওসব নারী, শাড়ী, স্তন, নিতম্ব ছাড়ুন তো"!!-"ছাড়ুন তো" এটা কেমন কথা?
৩| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৪
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
৪| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫
বিজন রয় বলেছেন: আচ্ছা, লিখুন আপনার মনের মতো।
ওভাবে বলায় এবং সেটা আপনার পছন্দ না হওয়ায় আমি দুঃখিত।
তবে ওটা কিন্ত ছিল আমার মতামতই।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৬
বিজন রয় বলেছেন: সুন্দর।
+++