নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আমার ওষ্ঠ
নেমে যায়-স্পর্শ করে
তোমার কেশআবৃত পদ্মমধুবন
তখন শোনা যায় সাগরের জলোচ্ছাস।
বীর্যের উচ্ছাস শেষে
সৃষ্টিকর্তা দেখিয়ে যায় তার মহত্ব।
তুমি আছো,তাই আছে সৃষ্টিকর্তা
তাই আছে সৃষ্টি।
২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:২০
আরজু পনি বলেছেন:
নারীর শরীর নিয়ে লিখছেন...বলার কিছু নেই।
আপনার যা ইচ্ছে।
তবে নারীর মেধা, প্রজ্ঞা নিয়েও লিখবেন আশা করি।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার বলার কিছু নেই।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:২৬
সুঁই বলেছেন: কবিতা ভাল লাগে নাই। আমার চোখ খারাপ তাই মনে হয় ভাল্গারিটিই চোখে পড়ল। বীর্য, কেশমধুবনের বাইরে আরো কিছু লেখা যায় কিনা ভেবে দেখবেন।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:০৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অদ্ভুদ সুন্দর! আমরা সবাই এই কবিতার অন্তর্গত। অশ্লীলতা সমাজের বিধিবদ্ধ শর্তের পরিপন্থি এই যা ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:১৩
আমিই মিসির আলী বলেছেন: কি অশ্লীল লেখা!!
তবে এর সাথে কারো জড়াইলেন।
যদি বির্জের উচ্ছাসেই সব হতো! তবে এত হাসপাতাল, কলিকাতা, বলিবাতা, হুজুর, পীরের কি দরকার হৈত!!
বীর্জ দিয়েই সৃষ্টির মহত্ব চলে না।