নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার উদোম বুকে রাখি মাথা
আর তুমি ফলবতী হও।
তুমি ধারণ করো ভবিষ্যৎ বীজ
লালন করো প্রজন্ম।
তোমার হৃদয়ে আমার জন্য রয়েছে
অকৃত্রিম ভালবাসা।
তুমি-বেঁচে থাকার প্রেরণা
তোমার রক্তিম ওষ্ঠে রক্ষিত আছে স্বর্গের সুধা।
২৬/০২/২০১৬
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:২৩
সুদীপ কুমার বলেছেন: শহীদুল পাগলাটা কে ভাই?
২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৩
এম.এ.জি তালুকদার বলেছেন: আমার ব্লগে এসে দেখে যান--- অহংকারী অভিজাত প্রতিভা দুর হ---(পাট-০২,প্রসঙ্গ-নিষ্ঠুরতম নিষ্ঠরতা)
৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:১২
আরণ্যক রাখাল বলেছেন: ভালো লাগেনি
০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:০০
সুদীপ কুমার বলেছেন: চেষ্টা করবো ভাল লেখার। ধন্যবাদ।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৫৫
মিলন মাযহার বলেছেন: ভালো লাগলো। তবুও, 'উদোম ' শব্দটি মানাইছে না বলে মনে হচ্ছে। তার বদলে 'খোলা বুকে' কিম্বা, অন্যরকমের শব্দ নির্বাচনে কবি ভেবে দেখতে পারেন। যদিওবা ইহা একান্তই ব্যক্তিগত মত। ভালো থাকুন, আরও ভালো লিখুন।
০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ মাযহার ভাই আপনার সুন্দর পরামর্শের জন্য।ব্লগেও আপনার সাথে দেখা হয়ে গেলো।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:১৮
এম.এ.জি তালুকদার বলেছেন: আর বেশী দুর এগিয়ে স্বপ্ন দেখলে শহীদুল পাগল হতে হবে।