নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

প্রেমের দুইটি কবিতা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৫


এক
---
প্রেম কারে বলে
কিভাবে দেবে তার বর্ণনা?

কারও মঙ্গল কামনা?-তারে কি প্রেম বলে?

তার জন্য চেয়ে থাকা পথ পানে
কাটে উদাস দুপুর- উদ্বিগ্ন প্রহর।

কাউকে আশ্রয় করে স্বপ্ন আসে রাতে
স্বপ্ন?-তাকে কেন্দ্র করে!

দুটি হৃদয়ের মিলন মেলায় আছে প্রেম-আছে ভালবাসা।

দুই
---
কখনও-এমন সময় আসে
হৃদয় থাকেনা আপনার বসে।

কে আসে এমন সময়ে-বারে বারে?

কাজে কেন নেই মন
চোখ যারে খোঁজে-সে কি প্রিয়জন?
একটু ছোঁয়ায় শিহরিত তনু-শিহরিত মন।


তুমি না আসিলে সময় যেন মরা কাটাল
তুমি আসিলে সময় আমার ভরা কাটাল?

23/02/2016

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২

সুদীপ কুমার বলেছেন: শুভকামনা-আপনার জন্য।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ শহীদুল ভাই।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:




এগুলো প্রেমের কবিতা? কিছুটা প্রাণহীন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

সুদীপ কুমার বলেছেন: খুব সুন্দর বিশ্লেষণ।ধন্যবাদ ভাই।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

বলেছেন: প্রেমানুভূতি দেখে ভালই লাগলো ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.