নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিষ্টি রোদে
ও মিষ্টি মুখের মিষ্টি মেয়ে
কেন হাসো ওমন করে
বসন্তের প্রথম প্রহরে।
মিষ্টি রোদে
ও মিষ্টি মুখের মিষ্টি মেয়ে
চলেছো কোথায়
দিয়ে গোলাপ খোপায়
প্রেমিকের সাথে
হাতে হাত ধরে
বসন্তের প্রথম প্রহরে
ভিড়ে ঠাসা রমনার রাস্তা বেয়ে।
ও মেয়ে; মিষ্টি মুখের মিষ্টি মেয়ে
বসন্তেই তুমি কেন এই পথে-প্রতিবার
বারবার
ঝরা পাতার দিনের শেষে
বছর ঘুরে।
মিষ্টি রোদে
ও মিষ্টি মেয়ে;মিষ্টি হাসির মিষ্টি মেয়ে
এসো তুমি বসন্তের প্রথম প্রহরে
প্রতিবার
বারবার
প্রেম,ভালবাসা বিলিয়ে দিতে
এই পৃথিবীর বুকে।
14/02/2016
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩
বিজন রয় বলেছেন: দারুন মিষ্টি কবিতা।
++++