নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই ঝপাৎ করে পড়লাম
নদীর বুকে;
এক ডুব দিয়েই কাঁপতে কাঁপতে আগুনের সামনে।
আগের দিন ফসলহীন মাঠ হতে কুড়িয়ে আনা
নাড়ার পালায় আগুন জ্বলছে
দাও দাও করে।
শীত উধাও
আঁধার উধাও
পৌষ-সংক্রান্তির ভোর
সে কতকাল আগের কথা।
সেই দাদারা
সেই ভাইয়েরা
সেই নাড়া পোড়ার পট পট শব্দ
সবকিছু চলে গিয়েছে অতীতে।
এক বুক ভালোবাসা
বাসা বেঁধেছে তাদের জন্য এই হৃদয়ে।
১৪/০১/২০১৬
©somewhere in net ltd.