নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাসের রয়েছে অসংখ্য দরজা।
অনেকেই ইচ্ছাকৃত ভাবে লুকোচুরী খেলে
সেই দরজায়।
প্রতিটি অতীতকে খোদাই করে রাখা হয়
সময়ের বুকে।
প্রেতাত্মা খেলা করে পোড়া হৃদয়ে।
একাত্তরে স্বাধীন হওয়া এই দেশে
আজও অনেকের হৃদয় জুড়ে
পাকিস্থানী প্রেতাত্মার বসবাস।
বাংলাদেশ শব্দটি শহীদের রক্তে
ভেজা।
২৩/১২/২০১৫
©somewhere in net ltd.