নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক নিশ্চিন্তপুরে,বটবৃক্ষ তলে
শতবর্ষী গুঁড়িতে মিশে আছে পৃথিবীর সব
সরলতা।
আর,কৃষ্ণবর্ণ পিপীলিকা সারি বেঁধে চলে সেথা;
কোন এক নিশ্চিন্তেপুরে,বটবৃক্ষ তলে।
সবুজ শ্যামল মাঠ পেরিয়ে,ওই দূর দিগন্তে
হঠাৎ মেঘ ফুঁড়ে ধেয়ে আসা বলাকার দল
ভাবে তারা-খুনোখুনি আর ধ্বংসের সকাল?
এই প্রকৃতি ছেড়ে,-লোকালয়ে,মানুষের ভীড়ে
ওঁত পেতে বসে থাকা শঠতার কাছে
তুমি-আমি বন্দী,-অসহায়ভাবে।
কোন এক শুষ্ক মরুময় দেশে,রক্ত ঝরে যেথা
উৎসবের ঢঙে,বিধাতার আর্তি শুনেনাকো কেউ
বালির উপর বসে থাকা বাতাসের ঢেউ
মেখে নেয় ধূলিকণা
-যেন ক্ষমতার ঢেউ।
তরল সোনা যেথা,মাটি ফুঁড়ে ওঠে
আর তাতে মিশে থাকা
হত্যার রঙ;ক্ষমতার কেন্দ্রে থাকে যারা
নিশ্চিন্ত মনে,ভাবে-যে মরে মরুক,তাতে
কি বা যায় আসে?-নিজ দেশে
জনগণ থাকে যদি সুখে।
খবরের পাতাতে মিশে যায় আঁধারের রঙ
আর সুজনেরা রঙ মেখে হয়ে যায় সঙ
যেন শয়তানের দল
-শোষকের হাতচাটা চামচার দল।
সীমারেখা টানা, আছে যত দেশ
অর্থনীতির চাকা চালায়-সবার স্বদেশ।
ধর্মালয়ে আটকে থাকা মানুষের আবেগ
কিভাবে বদলে যায়
হয়ে যায়
ঘাতকের আবেগ!
কোথা আছে স্বর্গীয় নিশ্চিন্তপুর এই পৃথিবীর
বুকে।
১৮/১২/২০১৫
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯
মেহেদী হাসান শীষ বলেছেন: হুম