নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কল্পনা করতে পারি- তারা কি নির্মম অত্যাচার
করেছিল আমাদের পূর্বপুরুষদের ওপর-
চোখ দু’টো উপরে ফেলা হয়েছিল-
এমন পিটান পিটিয়েছিল যে
তারা তাদের হাঁটবার সামর্থ্য হারিয়ে ফেলেছিল।
আমি কল্পনা করতে পারি- তারা বেয়োনেট দিয়ে
খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল কিম্বা গুলি খরচ না করে
জবাই করেছিল।
হত্যার আগে নখ উপড়ে ফেলা হতো
রাইফেলের বাঁট দিয়ে থেঁতলে দিতো মুখমন্ডল;
যারা কিনা ছিল মুক্তিযোদ্ধা-
দেশের বীর সন্তান।
আমি কল্পনা করতে পারি- কিভাবে অত্যাচার করা হয়েছে
আমাদের নারীদের উপর-
রাতের পর রাত ধর্ষণ করা হতো প্রচণ্ড আক্রোশে
একজন-দু’জন-নয়-বহুজনকে একসাথে
অতঃপর ক্ষত-বিক্ষত যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে দিতো
কিম্বা যৌনাঙ্গ বেয়োনেট দিয়ে চিড়ে ফেলতো;
কামড়িয়ে ঠোঁটের নরম মাংস তুলে ফেলতো
কিম্বা কেটে ফেলতো নরম স্তন!
আমি কল্পনা করতে পারি-কীভাবে তাড়া পুড়িয়ে দিতো
আমাদের বাড়ি-ঘর, আর বাধ্য করতো ধর্মান্তরে
কিম্বা দেশত্যাগে।
আমি কল্পনা করতে পারি- পাকিস্থানী সেনাবাহিনী আর
তাদের সহযোগী, এদেশীয় খবিশদের অত্যাচারের নৃশংসতা।
আমি একাত্তরের নির্মমতার কথা বলছি
আমি অসভ্য একটি জাতির পশু সৈনিকদের কথা বলছি,
সত্য বলছি, সত্য বই মিথ্যা বলছি না।
15/12/2015
এই সময়ে ১০:২২ pm
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪
Tarek mostofaা বলেছেন: আজো আছে একাত্তোর
শত প্রেতাত্মা আছে
খুন পিয়াসুর
শুধু আমি দেখিনা
চোখের কালো গ্লাসটিকে
খুলে দেইনা
আজো আছে বর্বর হায়েনা
খুনিদের উল্লাস,নৃত্য
মায়ের বুক ফাটা কান্না
শুধু নেই আগেকার কৌশল
বায়োনেট আর রাইফেল