নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গ পরবাসে

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

তোমার হৃদয় যেথা খেলা করে
সেই মাটির উঠোন
পঞ্চবটী,বাঁধানো স্থান
বহতা কুমার নদী; আমিও যাই সেথায়।–তবে স্বপ্নে।
হেঁটে যাই,রেল ব্রীজের পাশ দিয়ে,তোমার হাতে হাত রেখে
আর ইচ্ছে করে-জড়িয়ে ধরি তোমার
ওই সুন্দর কোমর।
ইচ্ছে করে-তোমার তপ্ত ঠোঁট জোড়া দেই ভরিয়ে
-চুমুতে,চুমুতে।
আর,ভালবাসার লালাসিক্ত নদীতে ডুবে যেতে যেতে
বারবার বলি-ভালবাসি,তোমায় ভালবাসি।ভীষণ ভালবাসি।


তোমার ভ্রমর কালো আঁখি
যেথা আসে ঘুরে
সেই ঘরে,সেই বিছানাতে
তোমায় পিষ্ট করি দু’হাতে,
মিশিয়ে নেই ওই কোমলদেহখানি
আমার উষ্ণ বুকের মাঝে।


নম্রপদে ভোর আসে
আঁখি মেলে চাই-চারপাশ নীরব,শুনশান।–নিঃসঙ্গ পরবাসে।

12/12/2015



মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০

রানার ব্লগ বলেছেন: পরবাসে পোড়া মন
চেয়ে থাকে অকারণ
প্রতীক্ষায় তোমার

১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪২

সুলতানা রহমান বলেছেন: স্বপ্নে ও এই শরীরি ভালবাসা?

১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

সুদীপ কুমার বলেছেন: বেশ ভাবনা।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর।

ধন্যবাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

সুদীপ কুমার বলেছেন: আমন্ত্রণ গ্রহণ করলাম।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

রানার ব্লগ বলেছেন: sultana rahman @ ভালোবাসার সর্বশেষ পরিনিতি শারীরিক। আর যেহেতু উহা স্বপ্নে তখোন ভালোবাসার গতি তো সুপারসনিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.