নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারপর বহুদিন বাদে
দেশ স্বাধীনের পরে
নতুন সূর্য যখন উঠিল আকাশে
তিন রাজাকার এসে বসিল যমুনার পারে
ডুবায়ে পা তারই শীতল জলে,
ভাবে তারা-
লাহোরের কথা,
শুষ্ক ভূমি যেথা আছে
আব্বা হুজুরের দেশে।
বহুদিন বাদে
তিন রাজাকারের সনে,চায়ের কাপে
ঝড় তুলে,যে বাঙালি পড়িল আত্মীয়তার ফাঁদে
ভাবিল ফাঁদ কোথা?আমরা সবে ভাই ভাই
একাত্তরের অতকিছু মনে রাখতে নাই।
বহুকাল ধরে
যমুনার জল বহে, পাষাণ হৃদয় লয়ে
তাতে মিলে মিশে একাকার
ধূসর কান্নার জল-মাছেদের।
তারপর একদিন
সকলে উঠিল জেগে
দেখিল বাংলার এক প্রজন্মের ফসল ভরা মাঠে
রাজাকার নামক আগাছা জন্মেছে
মাঠের প্রতি কোণাতে।
০৪/১২/২০১৫
©somewhere in net ltd.