নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত দশটার পর
জেগে ওঠে
সাতমাথা।
ঘরে ফেরা মানুষের পদধ্বনি,হকারের হাঁক
গরম ভাপা পিঠার ঘ্রাণ
গরু এবং মুরগীর চাপ
চা পাতার ঘ্রাণ
এক এক করে জমে যায়
সাত মাথায়।
বগুড়া শহরের হৃৎপিন্ডে ফিরে আসে
মানুষের ফেলে রাখা সারা দিনের জমানো
গল্প।
রাত এগোয় নম্রপদে,সময়ের কাঁটায় ভর করে
আর,ভুখা মানুষ খাবারের সন্ধানে
সমবেত হয়,হোটেল আকবরিয়ার ফুটপাতে।
গোলচত্বর ঘুরলেই,সামনে
সপ্তপদী।
০৭/১২/২০১৫
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই,লেখাটি পড়বার জন্য।আপনি মনে হয় নীচের তারিখ খেয়াল করেন নাই।এরপর চুন্নু কাবাব ঘর পোষ্ট করলে আপনার লাষ্ট পোষ্টের সাথে আরও মিল পাবেন,তবে ওটা নভেম্বরে লিখা। বগুড়ার বিভিন্ন বিষয়ে আমি ধারাবাহিক ভাবে লিখছি।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০
দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার বাড়ি বগুড়া কোথায়
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১
সুদীপ কুমার বলেছেন: Click This Link
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১
তুষার কাব্য বলেছেন: কবিতায় ভাললাগা ।
১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
সুদীপ কুমার বলেছেন: সতত ভালবাসা।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯
দেবজ্যোতিকাজল বলেছেন: বুঝলাম
১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
সুদীপ কুমার বলেছেন: কি বুঝলেন?
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১
কেউ নেই বলে নয় বলেছেন: ্কবিতা ভাল্লাগছে। +
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২১
তিমিরবিলাসী বলেছেন: যেটা দই এর জন্য বিখ্যাত, তাই না? একবার রাত তিনটায় এই সাতমাথায় নামিয়ে দিয়েছিল ড্রাইভার।
ভাল লেগেছে।
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
সুদীপ কুমার বলেছেন: ভাললাগা রইলো।
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০২
রুদ্র জাহেদ বলেছেন: নস্টালজিক
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১
লাবিব ইত্তিহাদুল বলেছেন: আপনি কি আমার লাষ্ট পোষ্ট দেইখা কবিতা টা লিখলেন নাকি ?