নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শত শতাব্দীর নীল অন্ধকার দুমড়ে-মুচড়ে
আলোর মিছিল চলে নির্জন রাস্তার মাঝে।
শত বছরের গল্পের ঝুলি কাঁধে ঝুলিয়ে
নিশ্চল দাঁড়িয়ে থাকা
কড়ইয়ের গুঁড়ি,পেঁচার নীরবতায়
চেয়ে রয় প্রকৃতির পানে
আর নির্জনতা পাশে রেখে
শোনে বাতাসের গান
অবিরাম।
মাথার উপরে ঝুলতে থাকা আঁধার
তারাহীন
চাঁদহীন
যেন হৃদয় কোন ব্যর্থ প্রেমিকের।
শত শতাব্দীর নীল অন্ধকার ঠেলে
নিঃসঙ্গ পথিক চলে
জীবনের পথে;
আঁধার চিড়ে ফেলা আলোর ফলায় ঝিকিয়ে ওঠে
রাত জাগা
শিকারী পাখির ডানা।
আর একজোড়া জ্বলজ্বলে চোখ নিয়ে
মাদী শিয়ালের আসা-যাওয়া দেখতে,
দেখতে;দেখতে
খুঁজে ফেরা জীবনের অর্থে
বসে আছে আছে এক নারী কুঁচের ফলের মত
ব্যথিত দৃষ্টিতে জানালাবিহীন ছাদহীন ঘরে।
০৩/১২/২০১৫
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
আপনার প্রশ্নের উত্তর আমার জানা নাই।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪
অভ্রনীল হৃদয় বলেছেন: পড়ে ভাল লাগলো।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
মাহবুবুল আজাদ বলেছেন: বেশ সুন্দর লিখেছেন
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে । আচ্ছা ,সামুতে একদিনে কয়টা লেখা পোস্ট করা যায়?