নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হয়তো যুদ্ধে যাবোনা
কারণ রণাঙ্গনে ঝরবে
মানুষের রক্ত।
আমি হয়তো বলবো না
ধর্মের বিপক্ষে
কোন কথা,
কারণ কিছু মানুষ তাতে
বিপদগামী হবে,হবে বিভ্রান্ত
আর আমার স্বপ্নে ভেসে উঠবে
চাপাতী- যা কিনা রক্তাক্ত।
আমি হয়তো রাজনীতি করবো না
কারণ আমার নেই কূটকৌশল
নেই দক্ষতা-মঞ্চে মুখোশ পড়ে অভিনয় করার।
আমি হয়তো একটি বাগান করবো
যেখানে ফুটবে
রক্তলাল সতেজ গোলাপ,
সবুজ সজীব ঘাসে
জমবে শিশির বিন্দু।
আর থাকবে,শিউলি গাছ
আমি খুব ভোরে হাঁটতে যাবো সেই গাছ তলাতে
দেখবো ঝরে পড়া শিউলি ফুল।
তারপর
ক্লান্ত আমি
বসবো সেখানে
আমার হাতে রইবে
একটি কলম
আর খাতা
সেথায় বসাবো
অক্ষরের মেলা।
01/12/2015
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮
দেবজ্যোতিকাজল বলেছেন: এখন ভাব তো বেগম রোকেয়া যদি প্রতিবাদী না হত ,তবে কি সমাজ পরিবর্তন হতো ? হতো না ।
অন্যায়ে বিপক্ষে কলম চালাতেই হবে ,তাতে কেদুঃখ পেল তাতে কলমের কিছু আসে যায় না