নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূর আকাশের পানে চেয়ে
ভাবি তারে,
সময় দূরত্বে
মা আমার হারিয়ে গিয়েছে।
কত কাছে ছিলে
আজ কতদূরে!
নীরবে,নিঃশব্দে
আমি ডাকি তারে-
বিরহী বাতাস যেমন কাঁদে
নিস্তরঙ্গ জলাশয়ের সাথে।
মা আমার ,পাও শুনতে
এই যে তোমায় ডেকে মরি-মা মা বলে।
কোন অলৌকিক ক্ষমতার বলে
যদি হয় দেখা তোমার আমার সনে
দেবে কী আদর তোমার
পাবো কি ছোঁয়া তোমার
ডাক দেবে কি আদর করে-
বাবা আমার,খাবি আয়,ভাত বেড়েছি থালে।
এই পৃথিবীর পরে
অন্য কোন ভুবনের মাঝে-
যে নামেই ডাকি তারে
যদি হয় দেখা সেই স্থানে
আমায় চিনবে?
চিনবো কি তোমায়?- ছুটবো মা মা বলে?
আবদার হবে আমার-মাগো নাও আমায় কোলে
সেই যে শিশুকালে আমায় নিতে
পুকুরপারে ভাত খাওয়াতে ঘুরে ঘুরে
আর বলতে-আয় আয় চৈ চৈ,দেখে যা
আমার বাবুসোনা
কেমন শিখেছে ভাত খাওয়া।
চোখের জলে সময় ভাসে;
সময় কাটে তোমায় ভেবে।
16/11/2015
©somewhere in net ltd.