নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

আন্নামাসি

১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

প্রতিবার আমি যখন টিনপট্টিতে আসি
সময় আমায় পিছুটান দেয়
আমার পদক্ষেপ ধীর হয়ে যায়
মনটা ছুট দেয় ঘড়ির কাঁটার উল্টো রাস্তায়।


কড়া নাড়তাম
দরজায় হাসিমুখে তিনি
-ও মা,জামাই এসেছো
এসো,ঘরে এসো।

সময় আমায় পিছুটান দেয়
আর বলে
এইতো সেদিন
সেদিনও তো তিনি বলেছিলেন-
আবার কবে আসবে।
আর সাথে মিষ্টি হাসি,
আচ্ছা,যে যায় সে ফেরে?

হায়,সময় কত দ্রুত দৌড়ায়!

“আমার শরীর আর
আগের মত চলছেনা।
জানো,খালি বমি পায়”।
কয়টা কেমো হলো-প্রশ্ন ছিল আমার।
হাসিমাখা মুখে বলেছিলেন-কি লাভ হিসাব রেখে?
আর কয়দিন?
তাড়াতাড়ি মারা গেলে বাঁচি!


প্রতিবার
প্রতিবার এই বগুড়ার এই টিনপট্টির সময়
আমায় পিছুটান দেয়।

আন্নামাসি-হাসিমুখে একেলা দাঁড়িয়ে,দরজায়।।

15/11/2015

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.