নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হয়তো পাষাণ হৃদয়
তাই ফ্রান্সে যখন জঙ্গী হামলা হয়
আমার হৃদয় ব্যথিত হয়না।
আমি হয়তো অলীক জ্ঞানী-
তবে আমার জ্ঞান ভাণ্ডারের সম্পদ
মানুষের কোনই উপকারে আসেনা।
যে জ্ঞান মানুষের উপকারে আসেনা
তা থাকাও যা,না থাকাও তা।
আমার হয়তো পাষাণ হৃদয়
তবে,কোন এক সময় কোমল ছিল
তাই,প্রতিদিন ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার, নিপীড়ন চলে
তার জন্য প্রাণ কেঁদে ওঠে।
বাংলার মাটিতে পেট্রোল বোমায় দগ্ধ,
কিম্বা মৃত
প্রতিটি মানুষের কষ্ট আমি অনুভব করতে পারি।
আমার মস্তিষ্কে উপনিবেশিক দাসত্ব নেই
শৃঙ্খল নেই
তাই পশ্চিমা সংবাদ মাধ্যমে বিক্রিত
ফ্রান্সের ঘটনা
আমি দেখেও না দেখবার অভিনয় করি।
আমি মানবতার ব্যাবসায়ী নই
নই সাম্রাজ্যবাদের পোষা শারমেয়
তাই খুব সহজে বলতে পারি
-অস্ত্র ব্যবসার সফল বিক্রয় কর্মী
ধর্মীয় সন্ত্রাসী।
‘নিরাপত্তা প্রদান’- শব্দগুচ্ছ যুদ্ধকে আমন্ত্রণ জানায় সহাস্যে।
15/11/2015
©somewhere in net ltd.