নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেমন্তের
সকাল যেন সকাল নয়
যেন কোন এক চিত্রশিল্পীর ক্যানভাস
যেখানে খোঁজ করলে,মিলে যায়
স্থির জালাশয়
ভালবাসায় আচ্ছন্ন
ফসলের ক্ষেত
স্থির কুয়াশা
দূরদিগন্ত-ঝাপসা।
এর মাঝেই ছুটে আসে দোয়েল
শিস দিতে দিতে।
ফিঙ্গেদ্বয় চুপচাপ
যেন সৃষ্টির অপেক্ষায়,
স্থির দাঁড়িয়ে থাকা কানিবক,ঝরে পড়া শিউলি,
পানকৌড়ি,
ভেজা পথ,ভেজা পাতা
এই সব কিছুই যেন হেমন্তের সকাল।
এমনি এক সকাল বয়ে আনে ভাতৃদ্বিতীয়া
আর ঠিক সেই সময় ঝরে পড়া শিশির প্রাণ ফিরে পায়
বোনের হাত হয়ে ছুঁয়ে দেয় ভাইয়ের কপাল
-পরম স্নেহে,আদরে;
শঙ্খউলুধ্বনি আর
প্রার্থনা বোনের-
লম্বা আয়ু তার ভাইয়ের---
14/11/2015
©somewhere in net ltd.