নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে আসবে জানি
সহস্র শতাব্দী পার হয়ে
মহাকর্ষের শক্তি পাশ কাটিয়ে
অভিকর্ষজ ত্বরণের প্রভাব এড়িয়ে।
সে আসবে জানি
আহ্নিক গতি
বার্ষিক গতি
ছন্দে ফিরিয়ে আনতে।
সে আসবে সবুজ শ্যামল ফসলের ক্ষেতে
হেমন্তের জ্যোৎস্নায় ডুবে যেতে
সোনা আলোয় ফসলের পরিপক্ক হেলানো শীষে।
সে আসবে জানি
দানবীয় বোমার ভেতরে
গোলাপের সজীব পাপড়ি ভরে দিতে
রণংদেহী বিশ্বনেতার হৃদয় মাঝে মনুষ্যত্ব জাগ্রত করতে
চাপাতির পরিবর্তে হাতে বাঁশের বাঁশি ধরিয়ে দিতে।
সে আসবে জানি
লোভ-লালসার রঙ বদলে দিতে
অক্ষরের পর অক্ষর সাজিয়ে
পৃথিবীকে বদলে দিতে।
সহস্র শতাব্দীর অপেক্ষারত
এই পৃথিবী
তার জন্য।।
১৩/১১/২০১৫
১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই ঠ্যঠা মফিজ।
২| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
আরণ্যক রাখাল বলেছেন: সে আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নি, সে আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি
১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩
সুদীপ কুমার বলেছেন: ঠিক তাই।ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০১
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর ভাবে ফুটিয়ে তুলছেন কাব্য ।