নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

পরিণতি

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

তাদের সবাইকে আমি চিনি বইকি
হ্যাঁ,তারা কেউ আমার আত্মীয় নয়
কিম্বা বন্ধু
তবু চিনি।
ওই যে,শাহবাগ আন্দোলনের সময় তারা সবাই ছিল
একসাথে
জোড় চীৎকার করেছিল
‘ফাঁসি চাই,ফাঁসি চাই’-বলে;
তারা সবাই জোট বেঁধেছিল রাজাকারের ফাঁসির দাবিতে।
রাজাকার কী?-জানোনা বুঝি!-সে এক বিষ বৃক্ষের নাম
যার শিকড় সমাজের অনেক গভীরে বিস্তৃত।

এবার তাদের একে একে
হত্যা করা হচ্ছে
-চাপাতি দিয়ে কুপিয়ে
-যারা ছিল শাহবাগ আন্দোলনের সামনের কাতারে
তাদের মুক্ত আর শুভবুদ্ধি নিয়ে।তাদের নাস্তিক বলে প্রচার করলো
এবং তাদের খুন করবার এক যৌক্তিক কারণ তারা খুঁজে বের করলো।

প্রশাসন কী করছে?-বরাবরের মতই
সাপলুডু খেলছে সবাই মিলে।
বুদ্ধিজীবি?-কোথায় তারা?দ্বিধাবিভক্ত-হালুয়ারুটির টানে।
আর আমি?সংবাদপত্রের পাতায় চোখ বুলিয়ে ঝড় তুলি
চায়ের টেবিলে।
03/11/2015

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.