নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই খুনের তদন্ত করবার জন্য।
খুনের স্থান পরিদর্শন করলাম
সুরতহাল রিপোর্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম
খুনে ব্যবহৃত অস্ত্র ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম;
আশ্চর্য এক ব্যাপার
-অতীতের কয়েকটি হত্যাকাণ্ডের সাথে
এই হত্যাকাণ্ড মিলে যায়।
আমি ঘটনার যত গভীরে প্রবেশ করি
তত সমাজের অস্থিরতা আমার সামনে ভেসে ওঠে
চেয়ে দেখি অসুস্থ সমাজ
যা কিনা ধর্মীয় উন্মাদনা।
সুরতহাল রিপোর্ট,
চাপাতি- যা কিনা ব্যবহৃত হয়েছে হত্যাকাণ্ডে,
এবং সংবাদপত্রের নানা প্রশ্ন,
আমি দু’হাতে সরিয়ে রাখি দূরে।
আমার সামনে এক নতুন দিগন্ত
নতুন হবে কেন?এ তো পুরানো অস্ত্র
যা যুগে যুগে ব্যবহৃত হয়েছে
আর আজকেও হচ্ছে।
ধর্মরোগে আক্রান্ত একদল বদ্ধ উন্মাদ
যারা কিনা কলের দম দেওয়া পুতুলের মত-
একত্রিত হয় এবং চিহ্নিত ব্যক্তিকে হত্যা করে।
অতঃপর যে যার গন্তব্য পথে
হয়তো তাদের আর দেখাও হবেনা;
কিভাবে তারা যেন হাওয়ায় মিশে যায়।
সুরোতহাল রিপোর্ট চাপা পড়ে যায়
আর একটি জনগুরুত্তপূর্ণ ঘটনার ফাইলের তলে।
02/11/2015
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
সুদীপ কুমার বলেছেন: আপনার প্রোফাইল পিকচার দেইখা আমি টাসকি খাইছি।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৭
রক্তিম দিগন্ত বলেছেন: বেশ থ্রিলিং এক কবিতা। ভাল্লাগছে।