নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক কী কারণে এখানে এসেছিলাম?
অথবা যিনি আমাকে পাঠিয়েছিলেন
বলতে ভুলে গিয়েছেন?
তবে,আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে
আঁধারে দীর্ঘদিন সাঁতার কেটে
আলোর দেখা পেয়েছিলাম।
গোলাপ তার সৌন্দর্য নিঃস্বার্থ ভাবেই
আমাকে দান করেছিল।
সবুজের সুদীর্ঘ মাঠ আমাকে দান করেছিল
তার চিরন্তন মায়া।
আকাশে ছিল রক্তিম সূর্য
আর রাতে ছিল জ্যোৎস্না।
সব ঠিক ছিল
কিন্তু প্রতিশ্রুতি?
যারা আমায় শপথ করেছিল-
মানবতা বিলিয়ে দেবে,
ভালবাসা দেবে উজাড় করে,
শান্তির শ্বেত কপোত উড়াবে আকাশ জুড়ে
থাকবেনা বর্বরতা
হিংস্রতা;
তারা একে একে তাদের শপথ থেকে সরে এলো।
আমি নিক্ষিপ্ত হলাম
নরকের জ্বলন্ত চুল্লীতে।
31/10/2015
©somewhere in net ltd.